গত বুধবার শুরু হয়েছে নিউইয়র্ক ফ্যাশন উইক-২০১৯। পরদিন শো-এর ডেইলি ফ্রন্ট রো ফ্যাশন মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ডিয়ন লি ব্ল্যাক ক্রিয়েশনের পোশাকে হাজির হয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। স্লিভলেস টপ ও গাউন টাইপ কালো স্কার্টে এদিন সকলের নজর কাড়েন এই বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।
এই শো-এ প্রিয়াংকার ওই পোশাকের দাম ১ লক্ষ ২০ হাজার ২৫০ টাকা। যদিও প্রিয়াংকার কাছে এই টাকাটা কিছুই নয়, তবে এই দাম শুনলে যেকোনোও মধ্যবিত্তের চোখ কপালে উঠাই স্বাভাবিক।
Read More News
এদিন, নিউইয়র্ক ফ্যাশন উইক’স ডেইলি ফ্রন্ট রো ফ্যাশান মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হলিউডের বন্ধু বান্ধবদের সঙ্গে প্রথম সারিতে বসতে দেখা গেল প্রিয়াংকাকে।