পাকিস্তানের সাবেক ডান হাতি ফাস্ট বোলার শোয়েব আখতার দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের উপদেষ্টা পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নিজের টুইটার অ্যাকাউন্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
বৃহস্পতিবার টুইটে শোয়েব লিখেছেন, ‘এই ঘোষণার মাধ্যমে জানাচ্ছি যে, আমি পিসিবি চেয়ারম্যানের উপদেষ্টা পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি।’
Read More News
উল্লেখ্য, ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পরই গত ২০ আগস্ট পিসিবি থেকে সরে দাঁড়ান নাজাম শেঠি। আর আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানি পিসিবির নতুন প্রধান নির্বাচিত হওয়ার মাত্র দু’দিনের মাথায় পদত্যাগ করলেন শোয়েব আখতার।