ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ওপর গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র।
আজ বুধবার সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মার্শা বার্নিকাট বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সব প্রক্রিয়া সব দলকে নিয়েই ঠিক করতে। যে নির্বাচনে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। আর সেই নির্বাচনী প্রক্রিয়ার বিশদ সব দলকে নিয়েই সরকারকে ঠিক করতে হবে। সরকার নিজেও অবাধ নির্বাচন চায়। আর তারা সেই লক্ষ্যে কাজ করবে বলে আমরা মনে করি।’
Read More News
এ ছাড়া এ সময় আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশাবাদ জানান এই মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, এই সংকটে রাজনৈতিক ও মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে।