জাপানের এশিমা ওহাসি সেতুকে বিশ্বের অন্যতম ভয়ানক সেতু বলা হয়। সেতুটিকে দেখতে এক্কেবারে রোলার কোস্টারের মতো। বিশ্বের সবচেয়ে খাড়াই সেতুগুলোর মধ্যেও এটি পড়ে।
জাপানের লেক নাকাওমি নদীর উপর তৈরি এই সেতুটি সাকাইমিনাতো ও মাৎসু শহরকে যুক্ত করেছে।
দূর থেকে দেখে আতঙ্ক লাগলেও সামনে থেকে অতটা ভয়ানক লাগে না। সুউচ্চ এই সেতুটিতে উঠতে হয় যেমন ধীর গতিতে, তেমনই নামতেও হয় অত্যন্ত দ্রুত গতিতে। সেতুটি এতটাই খাড়াই যে, চালকরা রীতিমতো আতঙ্কে থাকেন ৪৪ মিটার উঁচু এই সেতু পাড়ি দেয়ার সময়। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম রিজিড ফ্রেম সেতু। তবে সেতুটি মাত্র ১.৪৪ কিমি লম্বা, প্রস্থ ১১.৩ মিটার।
Read More News
টেলিফোটো লেন্স দিয়ে ছবি তুলে খুব কাছ থেকে দেখলে আরও ভয়ানক দেখায় সেতুটিকে। প্রতি দিনের যাতায়াতের জন্যই নির্মিত এটি। একে পর্বতাকৃতি সেতুও বলা হয়।
খাড়াই সেতুটি নিয়ে অ্যাডভেঞ্চারপ্রেমীদের উৎসাহও রয়েছে। সেতুটি এক দিকে ৫.১%, অন্য দিকে ৬.১% কাত হয়ে রয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ের আশ্চর্য কেরামতিতেই তা সম্ভব।
Sildenafilgenerictab News Bangla News Paper