কী কারণে নিজেকে পুরোপুরি পাল্টে ফেললেন সাইফ আলি খান।
কারণ বর্তমানে ‘হান্টার’ ছবির শুটিং শুরু করেছেন সাইফ আলি খান। আর সেই সিনেমার শুটিংয়ের জন্যই নিজের চেহারায় আমূল পরিবর্তন আনেন তিনি। ‘হান্টার’ ছবিতে সাইফেরপ্রথম লুক ও এবার এল প্রকাশ্যে। যেখানে সইফ আলি খানকে একজন নাগা সাধুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলে জানা গেছে।
Read More News
সাইফ আলি খানের এই সাধুর লুকের সঙ্গে ‘পাইরেটস অফ ক্যারাবিয়ান’ ছবির জনি ডেপ’র মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। আর সেই কারণেই এবার ভাইরাল হল সাইফ আলি খানের সাধুর বেশে প্রথম লুক।