রবিবার বিকেলে রাজধানীর ডেমরায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে একটি বাসায় ঢুকে এক বৃদ্ধ দম্পতিকে অচেতন করে মালামাল লুট করে। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত দম্পতি হলেন সাহেরা খাতুন (৬০) ও তার স্বামী আব্দুস সাত্তার (৭৫)।
Read More News
জানা গেছে, মৃত দম্পতির ছেলে মো. আমিনুল ইসলাম কর্মস্থলে ছিলেন এবং তার স্ত্রী ও সন্তান ঈদের আগেই গ্রামের বাড়িতে চলে যায়। রবিবার বিকালে ঘটনার সময় বাসায় কেবল বৃদ্ধ দম্পতি ছিলেন। বাসা ভাড়ার নাম করে বিকেলে ৪/৫ জন নারী সেখানে যায়। পরে বাসা নিরব দেখে প্রতিবেশীরা ডাক দিয়ে গিয়ে দেখেন দু’জনেই অচেতন অবস্থায় পড়ে আছেন। বাসার ভেতরের মালামাল এলোমেলো হয়ে আছে।
খবর পেয়ে ছেলে গিয়ে প্রতিবেশীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রথমে সাহেরা খাতুন এবং কিছুক্ষণ পরে আব্দুস সাত্তারকে মৃত ঘোষণা করেন।