চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি বরাবরের মত এবারও এফডিসিতে কুরবানি দিয়েছেন। এফডিসিতে কুরবানির উদ্দেশ্যে তিনটি গরু কিনেছিলেন পরীমণি। রোববার রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকার হাট থেকে গরুগুলো কেনা হয়েছে বলে জানা গেছে।
ঈদের দিন সকাল ১০টার দিকে এফডিসিতে পরীমনির তিনটি গরু কুরবানি দেওয়া হয়। কুরবানির পর মাংস কাটাকাটির সময় পরীমনি নিজেই উপস্থিত থেকে তদারকি করছিলেন। সঙ্গে ছিলেন পরীমনির নানা ও চিত্রপরিচালক অপূর্ব রানা।
Read More News
এদিকে, ২০১৬ সালে প্রথমবারের মতো এফডিসিতে কুরবানি দিয়ে সবাইকে চমকে দেন পরীমণি। গত বছরও এফডিসিতে দুটি গরু কুরবানি দেন তিনি। শুধু তাই নয়, অসচ্ছল সহশিল্পীদের সঙ্গে ঈদের দিনটি উদযাপন করেছেন এবং নিজ হাতে সবাইকে মাংস বিতরণ করেছেন।