হলিউড অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক গোপনে প্রেমিক ফিলিপ স্লেইডাকে বিয়ে করেছেন। ২১ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেন্ট লুসিয়ায় বিয়ে করেন।
বিয়েতে খুব কাছের কয়েকজন উপস্থিত ছিলেন। ‘মিলিয়ন ডলার বেবি’ তারকা হিলারির বিয়ের পোশাক ডিজাইন করেন ইলি সাব।
Read More News
কলম্বিয়ান টেনিস তারকা রুবেন তোরেসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৬ সালে এ যুগলের প্রেম হয়। বিচ্ছেদের ছয় মাস পর হিলারি ও ফিলিপকে সুইজারল্যান্ডের সেন্ট মরটিজ শহরের করভিজলিয়া স্নো পার্কে দেখা যায়।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে অবকাশযাপনের সময় ফিলিপ হিলারিকে প্রেমের প্রস্তাব দেন।
হিলারি সোয়াঙ্ক এখন টিভি সিরিজ ‘ট্রাস্ট’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিরিজে ‘এনকিনো ম্যান’ খ্যাত অভিনেতা ব্রেনডন ফ্রেসার হিলারির সঙ্গে জুটি বেঁধেছেন।