গত বৃহস্পতিবার বলিউড অভিনেত্রী সানি লিওনকে জরুরি ভিত্তিতে কাশীপুরের ব্রিজেশ হাসপাতালে ভর্তি করা হয়।
পেটে তীব্র ব্যথা শুরু হয়, এরপর হাসপাতালে তাঁকে নেওয়া হয়। ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার জানান, সানির অ্যাপেনডিক্সের কারণেই এ তীব্র ব্যথা।
হঠাৎই অভিনেত্রীর অসুস্থতায় উদ্বেগ ছড়িয়ে পড়ে বলিউড পাড়ায়। তবে আজ রোববার জানা গেছে, তিনি আগের চেয়ে বেশ ভালো আছেন। খুব শিগগিরই তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, তবে সবকিছুই নিয়ন্ত্রণে আছে।
Read Our More News
সানি লিওনের চিকিৎসক আরো জানান, তাঁকে আরো কিছুদিন বিশ্রামে থাকতে হবে। যত দিন না পুরোপুরি সুস্থ হচ্ছেন, তত দিন নো শুটিং!
ভক্তরা সানি লিওনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
Sildenafilgenerictab News Bangla News Paper