আন্দোলন করা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখন নিজেরাই অবতীর্ণ হয়েছেন ট্রাফিক পুলিশের ভূমিকায়! বৃহস্পতিবার সকাল থেকেই তারা রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহনের লাইসেন্স চেক করছে।
লাইসেন্সবিহীন গাড়ি পেলেই শিক্ষার্থীরা দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টদের ডেকে গাড়িগুলোর বিরুদ্ধে মামলা করাচ্ছে। আবার কোনো কোনো গাড়ির চাবি খুলে নিয়ে তা ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করছে। শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে অনেকে বিরক্ত হলেও বেশিরভাগ মানুষই তাদের প্রশংসা করছেন।
Read Our More News
শুধু সাধারণ যানবাহনগুলো নয় পুলিশ, বিজিবি, ওয়াসাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গাড়িও রেহাই পাচ্ছে না এই শিক্ষার্থীদের হাত থেকে। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুইটি গাড়ির চালককে মামলা দেয় শিক্ষার্থীরা।
ধানমন্ডি গভর্নমেন্ট স্কুলের সামনে শিক্ষার্থীরা বিজিবির গাড়ি দুটি আটক করে। ঢাকা মেট্রো-ঠ ১৩- ০১২৫ ও ঢাকা মেট্রো- ঘ ১১-০২০৯ নম্বর গাড়ির চালকরা ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি। পরে ট্রাফিক পুলিশের সহায়তা নেয় শিক্ষার্থীরা। সার্জেন্ট রনি দুই চালকের বিরুদ্ধে মামলা করেন। এরপর গাড়ি দুটিকে ছেড়ে দেয়া হয়।