অভিনেত্রী ইয়ামি গৌতম বলিউডের সফল ছবিতে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেছেন। নিজের আবেদনময়ী উপস্থাপনার মধ্যে দিয়েও সবার নজর কেড়েছেন তিনি।
এবার তারই ধারাবাহিকতায় আবারো উত্তাপ ছড়াতে যাচ্ছেন এ নায়িকা। সম্প্রতি নিজের নতুন ছবির কাজ শেষ করেছেন তিনি। ছবির নাম ‘বাত্তি গুল মিটার চালু’। নারায়ন সিং পরিচালিত এ ছবিতে তাকে দেখা যাবে শহিদ কাপুরের বিপরীতে।
Read Our More News
রোমান্টিক-কমেডি নির্ভর এ ছবিতে ইয়ামি বেশ খোলামেলা হয়ে নিজেকে উপস্থাপন করেছেন। কয়েকটি ছবিতে বিকিনি পড়েছেন। পুরো ছবিতেই শরীরি উত্তাপ ছড়াবেন তিনি।
ইয়ামি বলেন, এ ছবিটি অনেক মজার। তাছাড়া এখানে রোমান্টিক চরিত্রে কাজ করেছি।