রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে টানা পঞ্চমদিনের মতো আন্দোলন করছে শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিমরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
Read Our More News
সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের এক হাজারের মতো শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস্ট’ সহ নানা স্লোগান দিচ্ছে। কেউ কেউ রাস্তায় বসে পড়েছে, আবার কেউ কেউ শুয়ে পড়েছে। এদের একটি অংশ আবারও যানবাহনের লাইসেন্স দেখছে, লাইসেন্স থাকলে ছেড়ে দিচ্ছে অন্যথায় গাড়ি আটকে দিয়ে চাবি রেখে দিচ্ছে।