সুহানা খান ভক্তদের জন্য নতুন খবর হলো, লাইফস্টাইল ও ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’-এর আগস্টের সংখ্যায় প্রচ্ছদের মডেল হয়েছেন সুহানা।
মেয়ের ফটোশুটে দেখে উছ্বসিত শাহরুখ খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ভোগ’ ম্যাগাজিন হাতে নিয়ে ছবি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘আমার বাহুতে আবারও সুহানাকে নিলাম। ধন্যবাদ ভোগ ম্যাগাজিন। সুহানাকে আদর ও অনেক ভালোবাসা।’
অন্যদিকে, গৌরি খানও খুব খুশি। সুহানার ফটোশুট অসাধারণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ‘ভোগ’ ম্যাগাজিনকে ধন্যবাদও জানিয়েছেন গৌরি।
Read Our More News
ভারতীয় গণমাধ্যমগুলো এরই মধ্যে প্রচ্ছদকন্যা সুহানাকে নিয়ে খবর ছেপেছে। ‘ভোগে’র জন্য তোলা অন্য ছবিগুলোও তারা প্রকাশ করেছে।
সাধারণত লাইফস্টাইল ও ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’-এর প্রচ্ছদে দেখা যায় হলিউড ও বলিউডের সুপারস্টারদের। ‘ভোগ’ মূলত মার্কিন ম্যাগাজিন। তবে বিশ্বের ২৩টি দেশে এর আলাদা সংস্করণ প্রকাশিত হয়।
এবার দেখা যাক, ১৯ বছর বয়সী শাহরুখকন্যাকে মডেলিং দুনিয়া কীভাবে গ্রহণ করে?