বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা ওবাইদুর রহমান মাহবুব ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এই নির্বাচনে তিনি হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
আজ সোমবার বেলা ১১টা ২০ মিনিটে অশ্বিনীকুমার টাউন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
ওবায়দুল রহমান মাহবুব বলেন, প্রায় সবগুলো কেন্দ্র থেকেই আমার এজেন্ট বের করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনকে এ ব্যাপারে লিখিতভাবে হয়েছে। কারচুপি নয়, ভোট ডাকাতি হচ্ছে।
Read Our More News
তিনি আরও বলেন, সবগুলো কেন্দ্রেই পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় নৌকার ব্যালটে সিল মারা হচ্ছে। কেন্দ্রে মেয়র ব্যালটে সিল মেরে ঢুকানো হচ্ছে। আর কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরের ব্যালট ভোটারদের দেওয়া হচ্ছে।