বরিশালে সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরওয়ার। সোমবার (৩০ জুলাই) বেলা ১২ টায় বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভোট বয়কটের ঘোষণা দেন তিনি।
এর আগে সকালে সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে অনিয়মের অভিযোগ এনেছিলেন তিনি। তবে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে বলে দাবি করেছিলেন আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
Read Our More News
প্রসঙ্গত, তিন সিটির মোট মোট ৩৯৫টি কেন্দ্রের ২৫৭টিকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছিল। এরমধ্যে বরিশালের ১২৩টি কেন্দ্রের ১১২টিকেই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়।