তিন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হবে এমন তথ্য উঠে এসেছে রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার-আরডিসির জরিপে। রোববার (২৯ জুলাই) সকালে জরিপটি প্রকাশ করে ফেইসবুক পেইজে একটি স্ট্যাটাস দেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
জুলাই মাসে একটি স্বাধীন গবেষণা সংস্থা আরডিসি জরিপটি পরিচালনা করে। বরিশালে আওয়ামী লীগ মেয়র প্রার্থী ৪৪ শতাংশ, বিএনপি মেয়র প্রার্থী ১৩ দশমিক এক শতাংশ, রাজশাহীতে আওয়ামী লীগ মেয়র প্রার্থী ৫৮ শতাংশ, বিএনপি মেয়র প্রার্থী ১৬ দশমিক ৪ শতাংশ এবং সিলেটে আওয়ামী লীগ মেয়র প্রার্থী ৩৩ শতাংশ, বিএনপি মেয়র প্রার্থী ২৮ দশমিক এক শতাংশ ভোট পাবে বলে জরিপে উঠে এসেছে।
Read Our More News
এদিকে, সজীব ওয়াজেদ জয় তার স্ট্যাটাসে লিখেছেন, বিএনপি জনপ্রিয়তা হারিয়ে এখন শুধু অভিযোগ করে। বিএনপি ভোটকেন্দ্র দখল করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে জয়, তার দলের নেতাকর্মী, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে সজাগ থাকার আহবান জানান।