রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত ২ শিক্ষার্থীর পরিচয় প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ।
নিহতরা হচ্ছেন দ্বাদশ শ্রণির ছাত্র রেজাউল করিম রাজু। মানবিক বিভাগ থেকে তার রোল নম্বর ১৮৮২। অন্যজন হলেন একাদশ শ্রেণির মানবিক বিভাগের মিম। তার রোল নম্বর ২৮৫৫।
Read Our More News
রোববার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে বিমানবন্দর সড়কের ক্যান্টনমেন্ট থানাধীন খিলক্ষেত এলাকার র্যাডিসন ব্লু হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই আহত ১৪ জনকে এখানে নিয়ে আসা হয়। তখন দু’জনকে মৃত ঘোষণা করা হয়।
তিনি বলেন, ‘ছয়জনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিই, বাকি ছয়জনকে সিএমএইচে নেওয়া হয়েছে। তাদের অবস্থা বেশি গুরুতর নয়।’
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আবদুল্লাহপুর থেকে মোহাম্মদপুর রুটে চলাচলকারী জাবালে নূর নামের একটি বাস বেপরোয়া গতিতে আসছিল। বাসটি ঘটনাস্থলে এসেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় আরো কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।