ইউরোপ সফর শেষ করে দেশে ফিরেছেন অভিনেতা শাহরুখ খান। এ সময় স্ত্রী গৌরি খান বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। সেসব ছবির মধ্যে তাঁদের একমাত্র মেয়ে সুহানা খানের একটি ছবি ইন্টারনেটে ভাইরাল ও আলোচিত হয়েছিল। এমনিতেও শাহরুখকন্যার কোনো ছবি প্রকাশ হলেই তাড়াতাড়ি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।
সুহানা খান বর্তমানে মা গৌরি খান ও ভাই আরিয়ান খানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গ্রীষ্মকালীন ছুটি কাটাচ্ছেন। গৌরি এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে নিউইয়র্ক শহরের বেশ কিছু ছবি শেয়ার করেছেন।
অনলাইনের দুনিয়ায় সুহানা খানের অসংখ্য ভক্ত রয়েছে। তাঁকে নিয়ে রয়েছে অনেক ফ্যান ক্লাব। তাই গৌরি খান সুহানার কোনো ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই তা অনলাইনে ছড়িয়ে পড়ে। সুহানার সম্প্রতি একটি ছবি আবারও ভাইরাল হয়েছে।
Read More News
এ বছরের শুরুতে গৌরি খান ‘হ্যালো’ ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হয়েছিলেন। ম্যাগাজিনটিতে সুহানাও মডেল হয়েছিলেন এবং তাঁর এসব ছবি গৌরি শেয়ারও করেছিলেন।