হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (১ নম্বর টার্মিনাল) ইমিগ্রেশন অফিসের দোতলার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রোববার (১৫ জুলাই) বিকেল ৫টা ৫১ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তার কারণ জানা যায়নি।
সন্ধ্যার দিকে হঠাৎ করে ইমিগ্রেশনের পাশের কয়েকটি কক্ষে প্রচুর ধোঁয়া দেখা গেছে। মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে আগুনের লেলিহান শিখা দেখা যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে।
Read More News
এ ঘটনায় বিমানবন্দরে উপস্থিত যাত্রী ও লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে ইমিগ্রেশনের সব কার্যক্রম বন্ধ রয়েছে।