আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উচ্চ আদালতের নির্দেশনা থাকায় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপ করা যাবে না।
তিনি বলেন, ‘যেখানে হাইকোর্টের রায় আছে যে মুক্তিযোদ্ধাদের কোটা ওইভাবেই সংরক্ষিত থাকবে, তাহলে হাইকোর্টের রায় আমরা কীভাবে ভায়োলেট করব?’
প্রধানমন্ত্রী বলেন, ‘কোটা সংস্কার আমরা করব। আমি তো বলেছিলাম, টোটাল বাদ দিতে। হাইকোর্টের রায় আছে। হাইকোর্টের রায় অবমাননা করে তখন তো আমি কনটেম্পট অব কোর্টে পড়ে যাব। এটা তো কেউ করতে পারবে না। কিন্তু আমরা তো কেবিনেট সেক্রেটারিকে দিয়ে একটা কমিটিও করে দিয়েছি। তারা সেটা দেখছেন। তাহলে এদের অসুবিধাটা কোথায়? আমার সেখানে প্রশ্ন।’
Read More News
কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘উচ্ছৃঙ্খলা তো বরদাশত করা যায় না। ভিসির বাড়িতে সিসি ক্যামেরা ভেঙেছে। মনিটরিংয়ের চিপটিও সরিয়ে ফেলা হয়েছে, যেন এদের চেহারা দেখা না যায়। তবে এটা তারা জানে না আশপাশে অনেক জায়গায় আরো ক্যামেরা ছিল। যারা ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে তাদের ছাড়া হবে না। তাদের ছাড়া যায় না। তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং তদন্ত করা হচ্ছে। অনেকে স্বীকারও করেছে।’
Sildenafilgenerictab News Bangla News Paper