অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেক জুলাইয়ের ১৫ তারিখ রাত সাড়ে আটটায় রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন রাশিয়া বিশ্বকাপের ফাইনাল দেখতে।
Read More News
এমনিতেই খেলাপাগল অভিষেক। প্রো কবাডি লিগে জয়পুর পিঙ্ক প্যান্থার্স দলের মালিক তিনি। প্রায় প্রতি খেলায় গ্যালারিতে দেখা পাওয়া যায় তার। ফুটবলের প্রতিও যথেষ্ট ভালোবাসা রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাই এফসি দলের মালিক তিনি। বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই নিয়মিত ম্যাচ দেখতে বসে যান বাবার সঙ্গে। খেলা নিয়ে সমান উৎসাহী বিগ বি-ও। কিছুদিন আগেই ব্রাজিলের হারে আশাহত হয়েছিলেন তিনি। টুইট করে আক্ষেপ করেছিলেন।