রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ দিনের সফরে লন্ডন গেছেন।
শনিবার (৭ জুলাই) সকাল ১০টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
এ সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
Read More News
এছাড়া তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ কূটনীতিকরা সেখানে উপস্থিত ছিলেন। লন্ডনের মুরফিল্ড আই হাসপাতালে চোখের চিকিৎসা ও বুপা ক্রমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি।