বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে হলিউড গায়ক নিক যুগলকে এবার পাওয়া গেলো নিউইয়র্কের রাস্তায়। শহরের রাস্তায় হাতে হাত ধরে ঘুরছেন, রঙ মিলিয়ে পোশাক পরছেন। একসঙ্গে সাইকেল চালিয়েছেন। সব মিলিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন প্রিয়াঙ্কা-নিক।
প্রিয়াঙ্কা-নিকের ঘণিষ্ঠ সূত্রের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ‘শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। তবে প্রিয়াঙ্কা-নিক এখনও বিষয়টি নিয়ে কিছু বলেননি।
Read More News
তবে গত মাসে নিকের একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা। তারপর মুম্বাই প্রেমিকার বাড়িতে এসেছেন নিক জোনাস। ভারত থেকে যুক্তরাষ্ট্রে ফিরেই নিক গিয়েছিলেন ব্রাজিলে একটি কনসার্টে গান করতে। সেখানেও দেখা গেছে প্রিয়াঙ্কাকে।
ব্রাজিল থেকে ফিরে এবার এই প্রেমিকযুগল মধুর সময় কাটাচ্ছেন নিউইয়র্কে। সব মিলিয়ে এই যুগল যে শিগগিরই মালাবদল করবেন সেটা অনুমান করা যাচ্ছে।