ক্যান্সারে আক্রান্ত সোনালি বেন্দ্রে, হতবাক গোটা বলিউড। সোনালি আপাতত নিউইয়র্কে চিকিৎসাধীন।
সোনালি বলেছেন, হাই গ্রেড ক্যান্সারে আক্রান্ত তিনি। সামন্য যন্ত্রণাবোধের পর কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাতে গিয়ে এই ভয়াবহ তথ্য সামনে এসেছে। চিকিৎসকদের পরামর্শেই নিউইয়র্কে এসেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় এ খবর জানাতেই তার দ্রুত আরোগ্য কামনা করতে শুরু করেছেন সোনালি বেন্দ্রের সহকর্মী, বন্ধু-বান্ধব ও ভক্তরা।
Read More News
করণ জোহর ৪৩ বছর বয়সী এই অভিনেত্রীকে ফাইটার বলে উল্লেখ করে আরোগ্য কামনা করেছেন। বিবেকও সোনালিকে শক্তিশালী নারী আখ্যা দিয়ে তার আরোগ্য কামনা করেছেন। নীলম থেকে মণীশ মালহোত্রা, দিব্যা দত্ত থেকে আফতাব শিবদাসানি, সকলেই সোনালির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।