গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ী জয় বাংলা রোড এলাকায় বানজিং বাংলাদেশ লিমিটেড নামে একটি ফোম তৈরির কারখানার গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
Read More News
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আক্তারুজ্জামান জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে বড়বাড়ী এলাকায় বানজিং বাংলাদেশ লিমিটেড নামে ওই কারখানার পাঁচতলা ভবনের নিচতলার গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন ফ্লোরের চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনে ফোম, ফোম তৈরির মালামাল পুড়ে গেছে।