বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনয় শিল্পী তাহসান আর টালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী কক্সবাজারে দুই দিন ধরেই ‘যদি একদিন’ সিনেমার শুটিং করছেন। ২৫ জুন পর্যন্ত সেখানে শুটিং হবে।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ তার নতুন সিনেমা ‘যদি একদিন’-এর শুটিংয়ে কলকাতা থেকে এসেছেন শ্রাবন্তী। দুই দিন ধরে কক্সবাজারে অনেকটা নীরবেই তাহসান, শ্রাবন্তী আর আফরিনকে নিয়ে শুটিং করছেন পরিচালক।
কাউকে না জানিয়ে চুপি চুপি শুটিংয়ের কারণ জানতে চাইলে নির্মাতা বলেন, ‘নতুন এই সিনেমাটি নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা মতো আমরা শুটিংয়ের কাজ শেষ করছি। সিনেমার শুটিং নিয়ে ঢাকঢোল পেটানোর কোনো কারণ দেখছি না।’
Read More News
কক্সবাজারে গানের শুটিং করাও হচ্ছে। নাভেদ পারভেজের সুর ও সংগীতের এই গানের কথা লিখেছেন মাহমুদ মানজুর। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান ও কোনাল। ‘যদি একদিন’ শিরোনামের গানটির কিছু অংশের শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের মায়ামি সমুদ্রসৈকতে। সে সময় দৃশ্যধারণে অংশ নেন তাহসান।
উল্লেখ্য, ‘যদি একদিন’ রাজের পাঁচ নম্বর চলচ্চিত্র। এই সিনেমার অন্য অভিনয়শিল্পীরা হলেন তাসকিন রহমান, সাবেরী আলম, আফরিন প্রমুখ।