সব জল্পনার অবসান ঘটিয়ে গত ২৫ মে প্রকাশিত হয় বিশ্বকাপের ‘থিম সং’। এবার মূল আসর শুরুর সপ্তাহ খানেক আগে (৮ জুন) প্রকাশ করা হলো গানটির মিউজিক ভিডিও।
অন্যান্যবার একটু আগেভাগে থিম সং প্রকাশিত হলেও এবার কিছুটা দেরিই হয়ে গেছে।
এবারের থিম সংটির নাম ‘লাইভ ইট আপ’ গানটি গেয়েছেন নিকি জ্যাম এবং ইরা ইস্ত্রেফি আর এতে ফিট দিয়েছেন উইল স্মিথ। ২০১০ এবং ২০১৪ সালের পর এবারও বিশ্বকাপের থিম সং-র প্রযোজনা করছেন সেই মার্কিন ডিজে ডিপলো।
Read More News
১৫ জুলাই মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে মাঠ মাতাবেন স্মিথ-ইরা-নিকি।