রণবীর সিং এবং দীপিকা পাডুকনের বিয়ের দিন, তারিখ নিয়ে অনেক গুঞ্জন চলছে। দীপিকা পাডুকন নাকি বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন। সম্প্রতি মায়ের সঙ্গে মুম্বাইয়ের ব্যান্দ্রার একটি সোনার দোকানে দেখা যায় দীপিকাকে।
শোনা যাচ্ছে, বিয়ের কেনাকাটা করার জন্যই নাকি মায়ের সঙ্গে ব্যান্দ্রার ওই সোনার দোকানে হাজির হয়েছিলেন দীপিকা। সংবাদমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে অবশ্য মুখ খোলেননি দীপিকা। কিন্তু মায়ের সঙ্গে সোনার দোকানে গিয়ে দীপিকা যে বেশ উচ্ছ্বসিত ছিলেন।
Read More News
অন্যদিকে, বিয়ের জন্যই দীপিকা এই মুহূর্তে কোনও সিনেমা হাতে নিচ্ছেন না বলেও গুঞ্জন শুরু হয়েছে।
Sildenafilgenerictab News Bangla News Paper