পাকিস্তানের নির্বাচনে দাঁড়াতে যাচ্ছেন সুপারস্টার শাহরুখ খানের চাচাত বোন নূর জেহান। জুলাই মাসে ২৫তম সাধারণ নির্বাচনে নূর থাকছেন বলে জানা গেছে। খাইবার-পাখতুনখোয়া অ্যাসেম্বলির ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াবেন নূর জেহান।
নূর জেহান এবং তার পরিবার কিস্সা খোয়ানি বাজারের কাছে শাহ ওয়ালি কাতালের বাসিন্দা। শাহরুখের সঙ্গে তাদের এখনও যোগাযোগ রয়েছে। কয়েকবার শাহরুখের সঙ্গে তারা দেখাও করতে এসেছেন। বর্ডারের ওপারে থেকেও শাহরুখের পরিবারের সঙ্গে এখনও ভালো সম্পর্ক বজায় রেখেছেন তারা। কাউন্সিলার হিসেবে এর আগেও তিনি নিজের দায়িত্ব পালন করেছেন।
Read More News
নূরের ভাই জানিয়েছেন, ‘আমাদের পরিবারে সকলেই রাজনীতিতে যুক্ত রয়েছেন। সেই পরম্পরাই আমারা এখনও পালন করে চলেছি।’ আওয়ামি ন্যাশানাল পার্টিতে মহিলা প্রার্থীর জন্য একটি সিটও ছিল নূর জেহানের জন্য। কিন্তু দুর্ভাগ্যবসত নূর জিততে পারেননি।
Sildenafilgenerictab News Bangla News Paper