রোবোটিক আর স্পোর্টস কারপ্রেমীদের মন জয় করতে আবারও আসছে ‘ট্র্যান্সফরমারস’ সিরিজের নতুন ছবি ‘বাম্বলবি’। আজ মুক্তি পেয়েছে ছবিটির ট্রেইলার।
ছবিটির নতুন ট্রেইলারে অ্যাকশন ছাড়াও ঠাঁই পেয়েছে আবেগ আর ভালোবাসা। ছবিতে চার্লি ওয়াটসনের চরিত্রে অভিনয় করেছেন হাইলে স্টেইনফেল্ড। ট্রেইলারে দেখানো হয়েছে, একটি পরিত্যাক্ত জায়গা থেকে বাম্বলবিকে উদ্ধার করে ওয়াটসন। এরপর সে আবিষ্কার করে তার গাড়িরও রয়েছে মানুষের মতো চোখ। এর পরই গাড়ি থেকে রোবটে পরিণত হয় বাম্বলবি। পরে বাম্বলবির সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে ওয়াটসনের।
Read More News
ছবিতে এজেন্ট বান্ট চরিত্রে অভিনয় করেছেন রেসলিং তারকা জন সিনা। যিনি সেক্টর সেভেন ছবিতে ট্র্যান্সফরমার্স হান্টার চরিত্রে অভিনয় করেছিলেন।