নায়িকা মৃদুলা আহমেদ রেসি পার্লার ব্যবসা শুরু করলেন।
রোববার রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ‘রেসি হেয়ার অ্যান্ড বিউটি সেলুন’-এর উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক মনতাজুর রহমান আকবর, এক সময়ের জনপ্রিয় নায়িকা শাহারা, নায়িকা আন্না আরো অনেকেই।
মনতাজুর রহমান আকবর বলেন, ‘শিল্পীদের সব সময় সাজগোজ নিয়ে কাজ করতে হয়, তারা যদি কেউ বিউটি পার্লারের ব্যবসা করেন তাহলে সেটি ভালো। কারণ এই বিষয়ে তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। আশা করি চলচ্চিত্রের পাশাপাশি রেসি এই ব্যবসাতেও সুনাম অর্জন করবেন।’
Read More News
রেসি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘চলচ্চিত্রের মানুষ সব সময় আমার পাশে ছিলেন, এখনো আছেন। বিউটি পার্লারের উদ্বোধন করার জন্য আমি যাঁদের নিমন্ত্রণ করেছি, সবাই এসে দোয়া করার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি এরই মধ্যে আমি পার্লারটি গুছিয়ে ফেলব। আর আমি যেহেতু অভিনয় শিল্পী, সেই হিসেবে শিল্পীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখব, কিছুদিনের মধ্যে শিল্পীদের জন্য অফার ঘোষণা করব।’