প্রতি বছরের মতো এবারো চলচ্চিত্র তারকাদের নিয়ে গণভবনে ইফতারের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আমন্ত্রণে এদিন সরকারি বাসভবন গণভবনে হাজির হয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের অনেক তারকা।
বিশেষ করে চলচ্চিত্র তারকাদের মধ্যে ছিলেন ফারুক, আলমগীর, রোজিনা, কবরী, মিশা সওদাগর, জায়েদ খান, সাইমন, পপি, নিপুণ, ইমন, সিদ্দিক, কণ্ঠশিল্পী এসডি রুবেলসহ অনেকে। এসময় শেখ হাসিনাকে তারা শুভেচ্ছা জানান।
Read More News
ইফতারের আগে প্রধানমন্ত্রী অতিথিদের টেবিল ঘুরে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, চলচ্চিত্রের যেসব সমস্যা রয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে। ধীরে ধীরে এই অঙ্গনের সমস্যাগুলো তিনি সমাধান করবেন।
শুধু চলচ্চিত্র শিল্পীরা নয়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে হাজির হয়েছিলেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনরা।