বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া এবার তার নাম জড়ালো জনপ্রিয় মার্কিন গায়ক অভিনেতা নিকি জোনাসের সঙ্গে।
একটি সূত্রে বলেছে, ‘৩৫ বছর বয়সী প্রিয়াংকার চেয়ে বয়সে দশ বছরের ছোট নিকি ডেটিং করছেন এবং তারা দু’জন দু’জনের প্রতি খুবই আগ্রহী।’
প্রতিবেদনে দাবি করা হয়েছে, দু’জনকে প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। গত শুক্রবার মেমোরিয়াল ডে’র ছুটিটা একসঙ্গে কাটিয়েছে এবং হলিউড বোলে ‘বিউটি এন্ড বিস্ট’ কনসার্ট উপভোগ করেছেন। পরের দিন লস অ্যাঞ্জেলস ডগারস গেমসেও দু’জন ছিলেন একসঙ্গে।
Read More News
‘প্রিয়াংকা এবং নিকি খুব ঘনিষ্ঠভাবে কথা বলছিলেন। দু’জনকেই হাস্যজ্জ্বল এবং খুশি দেখাচ্ছিলো।’ জানিয়েছেন আরেকটি সূত্র।