বরিশালে ফুটপাথ দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে মেট্রোপলিটন পুলিশ ও সিটি করপোরেশন। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকালে নগরীর হেমায়েত উদ্দিন রোড থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে সেখান থেকে ফলপট্টি, চকবাজার এবং কাঠপট্টি রোডে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
Read More News
নগরবাসী এ অভিযানকে স্বাগত জানালেও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবসায়ীরা। ফুটপাথ দখল করে গড়ে তোলা সব স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
বিএমপি উপ-কমিশনার গোলাম রউফ খান বলেন, গতকাল আমরা ২৪ ঘণ্টা মাইকিং করেছি। এরপরেও যারা নিজেদের মালামাল সরিয়ে নেয়নি, তাদের মালামাল সরিয়ে দিচ্ছি। সেই সঙ্গে কিছু ক্ষেত্রে আইনগত ব্যবস্থা করছি এবং করবো।
বিএমপি সহকারী কমিশনার শাহানাজ পারভিন বলেন, ঈদকে সামনে রেখে অবৈধভাবে যারা ফুটপাত দখল করে রেখেছে, তাদেরকে উচ্ছেদ করেছি। কেননা সমগ্র বরিশালের লোকজন এখানে শপিং করতে আসে। তাদের চলাফেরা নির্বিঘ্ন করতে এই অভিযান চলছে।