রাজধানীতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের চাকা এবার এক নারীর পায়ের ওপর দিয়ে গেল। স্বস্তি ইসলাম (৫০) নামে ওই নারীর বাম পায়ের ওপর দিয়ে বাসটি চলে যায়। ঘটনাস্থলেই তাঁর বাম পায়ের হাঁটুর নিচে হাড় ভেঙে ঝুলে পড়ে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরার আবদুল্লাহপুর মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা বাস চালক ও তার সহকারীকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করে।
Read More News
দুর্ঘটনার পর স্বস্তিকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতালে) রেফার্ড করা হলে তাঁর স্বজনরা একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। স্বস্তি ইসলাম উত্তরা ৯ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কের একটি বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী বলেন, ‘ওই নারী গাজীপুর থেকে বিআরটিসি বাসে করে উত্তরার আবদুল্লাহপুর আসেন। পরে বাস থেকে তিনি নামার জন্য এক পা ফেলার পর অন্য পা ফেলার আগেই বাসটি টান মারে। পরে ওই নারীর এক পায়ের উপর দিয়ে বাসের চাকা গিয়ে এক পায়ের হাটুর নিচে হাড় মাংস ভেঙ্গে এক হয়ে ঝুলে যায়।’
এ ঘটনা দেখে লোকজন ড্রাইভার ও হেলপার গণধোলাই দিয়ে পুলিশ বক্সে দিয়ে আসি। পরে পুলিশ তাদের কী করেছে তা জানি না। দুর্ঘটনার পর বাসটিকে আটক করে উত্তরা পূর্ব থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। ওই বাসের নম্বর ঢাকা মেট্রো ব ১৪-৪৬৪৩।
স্বস্তির মেয়ের স্বামী প্লাবন বলেন, ‘বিআরটিসির বাস চাপায় আমার শাশুড়ির এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে আছেন।’