বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে ইনানীর পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপে অবস্থান করেন।
বিকেল সাড়ে ৩টার দিকে প্রিয়াঙ্কা চোপড়া মেরিনড্রাইভ সড়ক হয়ে টেকনাফের বাহারছড়ার শামলাপুর ডায়রিয়া ট্রিটম্যান্ট সেন্টার পরিদর্শন করেন এবং সেখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুদের সঙ্গে কথা বলেন।
Read More News
পরিদর্শনের সময় রোহিঙ্গা শিশুরা প্রিয়াঙ্কা চোপড়াকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে। প্রিয়াঙ্কা চোপড়াও কথা বলেন হাসিমুখে। শিশুদের সঙ্গে বেশ কয়েকবার বাংলায় কথা বলেন তিনি। তাদের পড়াশুনার খোঁজ-খবর নেন। যাওয়ার সময় শিশুরা প্রিয়াঙ্কার হাত ধরে দৌঁড়াতে থাকে। প্রিয়াঙ্কা ওদের বলেন, ‘শুকরিয়া, খোদা হাফেজ, ফির মিলেঙ্গে।
প্রিয়াঙ্কা চোপড়া ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে চারদিনের সফরে বাংলাদেশ এসেছেন। কাল মঙ্গলবার সকালে প্রথমে তিনি টেকনাফের সাবরাং খারীয়াখালী, লেদা ও উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর বিকেলে উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
বুধবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার সকালে (২৪ মে) কক্সবাজার ত্যাগ করবেন এই বলিউড অভিনেত্রী।
প্রিয়াঙ্কা চোপড়া ১৯ মে ব্রিটিশ রাজপরিবারের আমন্ত্রণে প্রিন্স হ্যারি আর মেগান মার্কেলের রাজকীয় বিয়েতে উপস্থিত ছিলেন। সেখান থেকে তিনি দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে আজ সকালে ঢাকায় আসেন। ঢাকায় এসে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে প্রিয়াঙ্কা চোপড়া লিখেন, ‘রোহিঙ্গা উদ্বাস্তু ক্যাম্পে যাচ্ছি। আমার ইনস্টাগ্রামে সেখানকার সব অভিজ্ঞতা শেয়ার করব। আমাকে অনুসরণ করতে থাকুন। এ বিষয়টি নিয়ে বিশ্বের ভাবা উচিত। আমাদেরও ভাবতে হবে।’
Sildenafilgenerictab News Bangla News Paper