বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) -এর শুভেচ্ছা দূত হিসেবে রোহিঙ্গা শিবির পরিদর্শনে বাংলাদেশে এসেছেন।
সোমবার সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে ঢাকা আসার পর বেলা সাড়ে ১১টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে রোহিঙ্গা শিবির পরিদর্শনে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
Read More News
রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে বিমানে বসা একটি ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। যেখানে দেখা যাচ্ছে, জানালা দিয়ে তিনি নিচের দৃশ্য অবলোকন করছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ইউনিসেফের ফিল্ড ভিজিটের অংশ হিসেবে আমি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছি। আমার অভিজ্ঞতা নিতে ইনস্টগ্রামে অনুসরণ করুন। তিনি আরও লিখেছেন, ‘বিশ্বকে যত্ন নিতে হবে। আমাদের যত্ন নিতে হবে। ইউনিসেফ ইউনিসেফ বাংলাদেশ।