‘দেবদাস’ এর ছায়া অবলম্বনে ‘জলসাঘর’ নামে একটি ঈদের টেলিফিল্ম নির্মাণ করছেন জাকারিয়া সৌখিন। এর প্রধান তিন চরিত্রে এবার দেখা যাবে অপূর্ব, মেহজাবিন এবং জাকিয়া বারী মমকে। পুরো টেলিফিল্মটি নির্মিত হবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে। চরিত্রগুলোর নামও পাল্টে গেছে। দেবদাসের নাম রাখা হয়েছে পবন, পার্বতীর নাম অবনী আর চন্দ্রমুখীর নাম চারুলতা।
এ বিষয়ে নির্মাতা বলেন, দেখুন দেবদাসের মতো প্রেমের উপন্যাস কখনো পুরানো হয় না। গল্পের মূল বিষয়টি সবসময়ই নতুন। তাই বর্তমান সময়ে গল্পটিকে ভেবেছি। আর বর্তমান সময়কে প্রাধান্য দিতে গিয়েই অনেককিছু পাল্টে গেছে। কিন্তু গল্পের মূল আবেগ ঠিক আছে।
Read More News
শীঘ্রই ‘জলসাঘর’র শুটিং শুরু হবে। প্রধান তিন চরিত্রে অপূর্ব, মেহজাবিন এবং মমকে নেয়ার বিষয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন জানান, টেলিভিশন নাটকে এ মূহুর্তে এ তিনজন বেশ জনপ্রিয়। দর্শকও তাদের ভালো অভিনয়শিল্পী হিসেবেই ভাবে।