নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমার বক্তব্য কিন্তু খুব পরিষ্কার। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন খুলনাবাসী চেয়েছিল। আমরা চেয়েছিলাম। সেটি হয়নি। গণতন্ত্রের জন্য এটি অশনি সংকেত। ভোটাররা ভোট দিতে পারবেন না, তাঁদের ভোট দিবে সন্ত্রাসীরা এবং সেই ফলাফলের অপেক্ষায় আমাদের থাকতে হবে এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না।
ভোটগ্রহণ চলার সময়ই ‘ভোট ডাকাতি’র অভিযোগ করেন মঞ্জু। তখন তিনি সাংবাদিকদের বলেন, ভোট ডাকাতির যে চিত্র খুলনাবাসী দেখেছে, আমি নিজেও দেখেছি এবং আপনারাও দেখেছেন। সেই নির্বাচন অগ্রহণযোগ্য। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশাকে স্বপ্নকে চুরমার করে দিয়ে, বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন একটি কালো অধ্যায়ের সূচনা করল। সেটি হচ্ছে খুলনা সিটি করপোরেশন নির্বাচন-২০১৮ একটি কালিমালিপ্ত নির্বাচন।’
Read More News
২০১৩ সালের অনুষ্ঠিত খুলনা সিটি নির্বাচনে জয়ী হয়েছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী মো. মনিরুজ্জামান। দলীয় মনোনয়নের ভিত্তিতে স্থানীয় সরকার চালু হওয়ার পর প্রথমবারের মত খুলনায় সিটি নির্বাচন অনুষ্ঠিত হল। ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচন করেন মঞ্জু।