কোটা বাতিলের ঘোষণা প্রজ্ঞাপন আকারে জারি না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ-মিছিল ও ক্লাস-পরীক্ষা বর্জন করছে শিক্ষার্থীরা। প্রজ্ঞাপন জারি না হলে আন্দোলন চলবে।
আজ সোমবার সকালে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় হাজারো শিক্ষার্থী। এ সময় কালক্ষেপণ না করে অবিলম্বে চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারে প্রজ্ঞাপন জারির আহবান জানিয়ে স্লোগান দেয় তারা।
Read More News
এদিন সকাল ১০টায় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে জড়ো হয়। পরবর্তী সময়ে তাদের একটি অংশ বিক্ষোভ মিছিল নিয়ে ঢাবির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে শিক্ষার্থীরা, ‘আর নয় কালক্ষেপণ, দিতে হবে প্রজ্ঞাপন’, শেখ হাসিনার ঘোষণা, বাস্তবায়ন করতে হবে’ ইত্যাদি স্লোগান দেয়। এ দিকে বিভিন্ন বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে অনেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করেছে বলে জানিয়েছে।