উত্তরপ্রদেশে বজ্রসহ বৃষ্টিপাতে নিহত ১৯

গতকাল বুধবার সন্ধ্যায় ভারতের উত্তরপ্রদেশে বজ্রসহ বৃষ্টিপাত ও ধুলো ঝড়ে কমপক্ষে ১৯ জনের নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এটাওয়া ৫, আগ্রায় ৫, মথুরায় ৩, ফিরোজাবাদে ৩ এবং আলিগড়, হাথরা ও কানপুর দেহাটে ১ জন করে মারা গেছেন। বাড়ি ধসে, গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে এবং বজ্রপাতে পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বুধবার সন্ধ্যার পর থেকে পশ্চিম ও মধ্য উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় আকাশ কালো মেঘে ছেয়ে যায়। শুরু হয় বজ্রসহ বৃষ্টিপাত সঙ্গে শিলাও পড়তে থাকে। কিছু কিছু জায়গায় ৬৮ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপটও দেখা দেয়।
Read More News

আবহাওয়া অফিস সূত্রে খবর আগামী আরও ২৪ ঘণ্টা ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গত সপ্তাহের বুধবার ধুলো ঝড়ের দাপটে উত্তর ভারতের ৫ রাজ্যে কমপক্ষে ১২৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে উত্তরপ্রদেশে নিহত হয় ৭৩ জন। তার পর থেকেই রাজ্যটিতে নতুন করে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। এক সপ্তাহের মাথায় ফের আছড়ে পড়ল প্রাকৃতিক বিপর্যয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *