কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি বেসরকারি কার্গো বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে। এসময় বিমানটিতে পাইলটসহ ৪ জন ক্রু ছিল। ৪ জনের মধ্যে দুইজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত দুইজনের মধ্যে একজন মারা গেছেন। এখনো পর্যন্ত আরও ২ জন নিখোঁজ রয়েছেন।
Read More News
আজ বুধবার সকালে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের ১০ মিনিট পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ব্যাপারে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির জানিয়েছেন, বেসরকারি সংস্থা ট্রু এভিয়েশনের চিংড়ি পোনাবাহী বিমানটি সকাল ৯টা ৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের ১০ মিনিট পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে অনুসন্ধানে জানা যায়, কক্সবাজার থেকে ১০ মাইল পশ্চিমে নাজিরটেক এলাকার সমুদ্র পয়েন্টে ফ্লাইটটি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলট মুরাদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর কিছুক্ষণ পর এক আরোহীর লাশ উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাকি দুই আরোহীর সন্ধান চলছে।
Sildenafilgenerictab News Bangla News Paper