জবির ফটক অবরুদ্ধ করে আন্দোলন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিনের স্বপদে বহালের দাবিতে দ্বিতীয় দিনের মত ক্লাস পরীক্ষা বর্জন করে প্রধান ফটক অবরুদ্ধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকসহ সকল প্রবেশপথে তালা ঝুলিয়ে প্রধান ফটকের সামনে অবস্থান করছেন শিক্ষার্থীরা।

সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নূর মোহাম্মদ প্রধান ফটকের তালা খুললেও শিক্ষার্থীরা অবস্থান ছাড়েনি। তাদের দাবি সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা ডেকে নাসির উদ্দিন আহমেদকে স্বপদে বহাল করতে হবে।
Read More News

সকাল ১০টার দিকে শিক্ষার্থীদের অবস্থানে উপস্থিত হয়ে বিশ্বদ্যিালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আবদুল বাকী শিক্ষার্থীদের উপাচার্যের সাথে মিটিং করে তাদের দাবি উপস্থাপনের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখান করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *