দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সদরঘাট টার্মিনাল থেকে ৪১টি রুটে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। আজ রবিবার দুপুরে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
Read More News
রবিবার সকালের কালবৈশাখীর আঘাতে রাজধানীর বিভিন্ন এলাকায় গাছে উপড়ে গেছে। কোথাও কোথাও শিলা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরে আবারো বৃষ্টি হতে পারে। সকালে বৃষ্টির পরিমাণ ছিল ৫০ মিলিমিটার। বাতাসের গতিবেগ ছিল ৬৩ কিলোমিটার।