সদ্যই এশিয়া কাপের রানারআপ হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে মাশরাফি বাহিনী সহজ জয় পাবে এমনটাই হয়তো আশা করেছিলেন অনেকে। কিন্তু ডাচদের বিপক্ষে বেশ কষ্ট করেই জিততে হয়েছে বাংলাদেশকে। ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রানে শেষ হয়েছে নেদারল্যান্ডসের ইনিংস। ৮ রানের জয় দিয়ে শেষপর্যন্ত বিশ্বকাপের শুরুটা ভালোভাবেই করতে পেরেছে বাংলাদেশ।
দুইটি করে উইকেট পেয়েছেন সাকিব ও আল-আমিন। একটি করে উইকেট নাসির ও মাশরাফির । চার ওভার বল করে মাত্র ১৪ রানের বিনিময়ে একটি উইকেট পেয়েছেন মাশরাফি।
Read More News
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং করে ৫৮ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তামিম। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ১৫ রানের। সৌম্য সরকার ও সাব্বির রহমান; দুজনেই করেছেন ১৫ রান। ১০ রান এসেছে মাহমুদউল্লাহর ব্যাট থেকে।
Sildenafilgenerictab News Bangla News Paper