প্রথমবারের মত একটি বিজ্ঞাপনে দেখা যাবে মডেল ও অভিনেতা নোবেল ও চিত্রনায়িকা পূর্ণিমাকে। শুক্রবার উত্তরার একটি শপিংমলে শুটিংয়ে অংশ নেন তারা। বিজ্ঞাপনটি হল জমজম টাওয়ার শপিং মলের। এটি নির্দেশনা দিয়েছেন রানা মাসুদ।
Read More News
এর আগে হুমায়ূন আহমেদের গল্প নিয়ে রায়হান খানের নির্দেশনায় ‘যদি ভালো না লাগে তো দিওনা মন’ টেলিছবিতে এবং ‘যখন সময় থমকে দাঁড়ায়’ নাটকে নোবেল ও পূর্ণিমা একসঙ্গে কাজ করেন। এবার বিজ্ঞাপনচিত্রে এই দুই তারকাকে দর্শকরা ছোট পর্দায় দেখতে পাবেন।