বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য নৃত্য পরিচালক মাসুম বাবুলের স্ত্রী, বেদের মেয়ে জোসনা’র পার্শ্ব অভিনেত্রী ফারজানা ববি আর নেই। শুক্রবার রাত ১০ টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
‘বেদের মেয়ে জোসনা’, ‘পাগলী’সহ আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। পারিবারিক জীবন শুরুর পর তিনি অভিনয় থেকে দূরে চলে যান।
শনিবার দুপুরের পর আজিমপুর কবরস্থানে জানাজা শেষে ববির লাশ দাফন করা হয়। সে সময় চলচ্চিত্রের অনেকেই উপস্থিত ছিলেন।
Read More News
শুক্রবার সন্ধ্যায় ববি বাসায় রান্না করছিলেন। তখন হঠাৎ করে তিনি মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, ব্রেইন স্ট্রোকের পর তার মৃত্যু হয়েছে।