পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবের মধ্যেই নিরাপদ ক্যাম্পাসের দাবিতে পালিত হয়েছে ভিন্ন ধরনের কর্মসূচি। আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে তাদের দাবি তুলে ধরে একদল তরুণ। গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন চলার সময় শিক্ষার্থী আহত হওয়ার বিচারও দাবি করে তারা।
তারা আহত শিক্ষার্থীদের ছবিগুলো ছাত্র-শিক্ষক কেন্দ্র, টিএসসিতে কালো কাপড়ে সেঁটে চিত্র প্রদর্শনীর আয়োজন করে৷
প্রতিবাদী লেখাসহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে তারা মঙ্গল শোভাযাত্রায়ও অংশ নিয়েছিল। সেখানে লেখা ছিল, ‘দিনকে তারা রাত করে রাতকে করে দিন, বসে বসে মজা দেখে প্রক্টর-ভিসি-ডিন’, ‘চাপাতি দিয়ে প্রতিবাদ কাটা যায় না’, ‘বন্যেরা বনে সুন্দর পুলিশ থানায়’, ‘অবরুদ্ধ হল’, ‘ক্যাম্পাসে পুলিশি হামলার বিচার চাই’ ইত্যাদি।
Read More News
প্রতিবাদের উদ্যোক্তাদের একজন বলেন, আমরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মঙ্গল শোভাযাত্রার সাথে র্যালি করেছি৷ সেদিন (৮ এপ্রিল) ক্যাম্পাসে ঢুকে পুলিশ কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে৷
আমরা মনে করি, ক্যাম্পাসে পুলিশ ঢুকে এখন যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে৷ এজন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি, একই সাথে যারা পুলিশের হামলায় আহত হয়েছে, তাদের নির্যাতনের ছবিগুলো যাতে পহেলা বৈশাখ উপলক্ষে যারা এখানে এসেছে তারা দেখতে পারে সেই ব্যবস্থা করেছি।