আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমিন (৮৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ফাতেমা আমিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি বেশ কিছুদিন ধরেই বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আজ বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার ঠাকুরগাঁওয়ে জানাজা শেষে দাফন করা হবে।
Read More News
এদিকে বিএনপির মহাসচিবের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ দুপুরে এক বিবৃতিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ফাতেমা আমিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।