কোটা পদ্ধতি বাতিলে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি সম্মান জানিয়ে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন সাধারণ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতারা।
আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনের আহবায়ক হাসান আল মামুন।
হাসান আল মামুন বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি সম্মান জানিয়ে আমদের কোটা সংস্কার চেয়ে চলমান আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং তাঁর সিদ্ধান্ত মেনে নিয়েছি।
Read More News
মামুন বলেন, প্রজ্ঞাপন জারি করার পর যদি বুঝি আমাদের ন্যায্য দাবি প্রত্যাশা অনুযায়ী পূরণ হয়নি, তখন আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। তিনি আরো বলেন, তবে আমরা প্রধানমন্ত্রী বরাবর ধন্যবাদ জ্ঞাপন করে একটি চিঠি দেবো। যারা কোটার প্রাপ্য দাবিদার, তারা কোটা পাক, এটা আমরাও চাই। যেমন মুক্তিযোদ্ধা কোটা এবং প্রতিবন্ধী কোটার দাবিদারদের কোটা দিতে ওই চিঠিতে আহবান জানাব। তবে সেটা যেন প্রাপ্য পরিমাণযোগ্য হয়।
সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা বলেন, আমরা আজ ক্যাম্পাসে একটি আনন্দ মিছিল বের করব বলে সিদ্ধান্ত নিয়েছি।
গতকাল বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দেন।